
নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলাঃ ঘুমের দেশে প্রজ্ঞান। টানা ১০ দিন চাঁদের মাটিতে ঘুরে ঘুরে ক্লান্ত সে। ইতিমধ্যে ১০০ মিটার ঘুরে ফেলেছে প্রজ্ঞান। তাই এবার তার বিশ্রামের প্রয়োজন। তাই প্রজ্ঞানকে এবার ঘুম পাড়িয়ে দিল ইসরো।
গত ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে চন্দ্রযান ৩ এর বিক্রম। অবতরনের কয়েক ঘন্টা পর বিক্রমের পেট থেকে বেরিয়ে আসে প্রজ্ঞান। চাঁদের দক্ষিন মেরুতে সূর্যের আলো থাকে টানা ১৪ দিন। কথা ছিল এই সময়কালের মধ্যেই প্রজ্ঞান ঘুরে ঘুরে চাঁদের নানা তথ্য পাঠাবে ইসরোতে। অবতরণের ১০ দিনের মধ্যেই ইসরোর দেওয়া কাজ সম্পন্ন করেছে। দিনের আলো থাকতে থাকতেই যা কাজ করার তা সেরে ফেলছে।
গুটি গুটিপায়ে হেঁটে চাঁদে ১০০ মিটার ঘুরে ফেলেছে সে। হিসেব মতোই এবার আঁধার ঘনাচ্ছে চাঁদের বুকে বিশ্রামের প্রয়োজন প্রজ্ঞানের। তাই বিশ্রামের জন্য ‘স্লিপ মোড’-এ পাঠিয়ে দিল ইসরো। এপিএক্সএস এবং এলআইবিএস পেলোড দুটিকেও বন্ধ করে দেওয়া হয়েছে বলে ইসরো সূত্রে খবর।