
ওয়েব ডেস্ক: মহাকাশ গবেষণায় ভারতের মুকুটে যুক্ত হল আরেকটি নতুন পালক। বৃহস্পতিবার সকালে দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি উপগ্রহ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এখবর জানানো হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) সূত্রে।
এদিন ইসরোর তরফে দুটি উপগ্রহের সফল উৎক্ষেপণের পরে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই সাফল্য ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণায় ঐতিহাসিক একটি ঘটনা। ভারত দেশীয় প্রযুক্তিতে এধরনের উপগ্রহ উৎক্ষেপণে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানাধিকারী দেশ। প্রসঙ্গত, এই দুটি উপগ্রহ উৎক্ষেপণ পর্বের নামকরণ করা হয়েছে স্পাডেক্স মিশন।
এর আগে স্পাডেক্স মিশন সফল হয়নি। সূত্রের খবর, চতুর্থবারের চেষ্টায় সফল হলেন ইসরোর বিজ্ঞানীরা। ইসরো কর্তৃপক্ষের তরফে এদিন ধন্যবাদ জানানো হয়েছে পাডেক্স মিশনের সঙ্গে যুক্ত সমস্ত বিজ্ঞানীকে। গত ১৫ দিনের বেশি সময় ধরে স্পাডেক্স মিশন সফল করতে আদাজল খেয়ে আসরে নেমে পড়েছিলেন ইসরোর বিজ্ঞানীরা। এদিন সকালে সেই পরিশ্রম সফল হল। উল্লেখ্য, এদিন যে দুটি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে, সেগুলি পৃথিবী থেকে ৪৭৫ কিলোমিটার উচ্চতায় উৎক্ষেপণ করা হয়েছে।
এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। এর আগে যে তিনটি দেশ এধরনের উপগ্রহ উৎক্ষেপণে সফল হয়েছে, সেই তিন দেশের মধ্যে রয়েছে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের প্রতিবেশী দেশ চিন।