
শুভাশিস চট্টোপাধ্যায়ঃ মাত্র ১২ দিনের ব্যবধানে ফের মহাকাশ অভিযানে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। গত শুক্রবার ১৪ জুলাই চাঁদের উদ্দেশ্যে মহাকাশযান চন্দ্রযান ৩ পাঠায় ইসরো। আর এবার আগামী ২৬ জুলাই মহাকাশে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা PSLV-C56 রকেট পাঠাতে চলেছে তারা। সবকিছু ঠিক ঠাক চললে ২৬ জুলাই বুধবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান লঞ্চ প্যাড থেকে ঘাড়ে করে সিঙ্গাপুরের ২টি স্যাচেলাইট সহ মোট ৭টি উপগ্রহকে নিয়ে মহাকাশে পাড়ি জমাবে ইসরোর রকেট PSLV-C56
এই মিশনে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সঙ্গে যৌথ ভাবে কাজ করছে সিঙ্গাপুরের সংস্থা টেলসও। এবার ৭টি বানিজ্যিক উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে সঠিক ভাবে পৌছে দেওয়াই চ্যালেঞ্জ ইসরোর বিজ্ঞানী এবং প্রযুক্তিবিদদের কাছে। সেই লক্ষেই এখন দিনরাত এক করে কাজ করছেন তাঁরা। প্রসঙ্গত মার্কিন মহাকাশ সংস্থা নাসা, ইউরোপিয়ান স্পেস সংস্থা এবং রাশিয়ার মহাকাশ সংস্থা কসমসের থেকে অনেক কম খরচে মহাকাশে উপগ্রহ বা স্যাটেলাইট পাঠানোতে সুনাম আছে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর। প্রসঙ্গত এটি হবে ইসরোর ইতিহাসে PSLV রকেটের ৫৭ তম অভিযান।