
শেখ এরশাদ, দক্ষিণ ২৪ পরগণাঃ তীব্র উত্তেজনা, সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য কে ঘিরে তুমুল বিক্ষোভ। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হিমছি প্রাথমিক বিদ্যালয়ে বুথের বাইরে উত্তেজনা সৃষ্টি । সিপিএম প্রার্থীর এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশি হস্তক্ষেপে কোনরকম সেখান থেকে বেরিয়ে আসেন সৃজন। সৃজন অভিযোগ করেন বুথের ১০০ মিটারের মধ্যে প্রচুর মানুষ জমায়েত হয়েছিল। তিনি জমায়েত সরাতে নির্দেশ দেন পুলিশকে। এরপরই ক্ষিপ্ত জনতা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাকে মারতে উদ্ধত হতেও দেখা যায়।
পাল্টা তৃণমূল কংগ্রেস কর্মীরা জানায় এখানে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছিল প্রার্থী সৃজন ভট্টাচার্য এসে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে।ঘটনাস্থলে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় ।