
সুমন গঙ্গোপাধ্যায়: এবার কি সরাসরি রাজনীতিতে নামতে চলেছেন অনিল কন্যা অজন্তা বিশ্বাস? শুরু হয়েছে জোড় জল্পনা। সিপিএম এর প্রাক্তন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের মেয়ে রাজনীতি করবেন এ আবার কি এমন নতুন কথা! বরং সেটাই স্বাভাবিক। আর এখানেই তো ‘ কাহানিমে টুইস্ট ‘। আর তা হলো প্রাক্তন সিপিএম রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের কন্যা ড: অজন্তা বিশ্বাসের যাদবপুর থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল। তবে কাস্তে হাতুড়ি তারা প্রতীকে নয়, অবাক করার মতো বিষয়, যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে পারবেন প্রাক্তন এই ‘কমরেড’। অর্থাৎ অনিল কন্যা দাঁড়াতে পারেন জোড়া ফুল চিহ্ন নিয়ে। তৃণমূল সূত্রে খবর, ইতিমধ্যেই একাধিকবার ইতিহাসের অধ্যাপিকা অজন্তা বিশ্বাসের সঙ্গে কথা হয়েছে তৃণমূল উচ্চ নেতৃত্বের। সূত্রের আরো খবর, খোদ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টেলিফোন করে কথা বলেছেন অজন্তার সঙ্গে। প্রাক্তন সিপিএম সম্পাদক রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের কন্যার সঙ্গে যোগাযোগ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর সেই পরিচয়ের সুবাদে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ফোন করে অজন্তা বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন। এর আগে আরএসপি নেতা তথা রাজ্যের প্রাক্তন পূর্ত মন্ত্রী ক্ষিতি গোস্বামী কন্যা বসুন্ধরা গোস্বামীকে তৃণমূলের টিকিটে কলকাতা পৌরসভায় প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে বসুন্ধরা তৃণমূলের কাউন্সিলরও। এবার একইভাবে অনিল কন্যাকে লোকসভায় টিকিট দিয়ে মাস্টার্স স্ট্রোক দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদা বাম দুর্গ বলে পরিচিত যাদবপুরে অজন্তাকে প্রার্থী করে চমক দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই আসনেই ২০১৯ এর নির্বাচনে বিপুল ভোটে জেতেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। যদিও এবার তিনি আর নির্বাচনে দাঁড়াবেন না বলে নেত্রী কে জানিয়ে দিয়েছেন। এমনকি বিধানসভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে নিজের পদত্যাগ পত্র দিয়েছে। স্বাভাবিকভাবেই এই কেন্দ্রে মিমির বদলে অজন্তাকে নিয়ে এসে লড়াই দেওয়ার চ্যাটেজি নিয়েছেন তৃণমূল সুপ্রিমো সূত্রের খবর এই কেন্দ্র থেকে সুব্রত বসু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এমনকি রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চাইছেন অজন্তা বিশ্বাসকে প্রার্থী করতে যদিও এখনো পর্যন্ত অজন্তা তার সিদ্ধান্ত জানাননি তবে সূত্রের খবর শেষ পর্যন্ত এই কেন্দ্রে কাশ্তে হাতুড়ির বদলে জোড়া ফুল প্রতীকে দেখা যেতেই পারে অজন্তায় বিশ্বাসকে।