
স্পোর্টস ডেস্ক :টেস্ট ক্রিকেটে ভারতের সফলতম বোলিং জুটি এখন অশ্বিন–জাদেজা। হায়দরাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই নজির গড়লেন অ–জা জুটি। তারা টপকে গেলেন কুম্বলে–হরভজন জুটিকে।
কুম্বলে–হরভজন জুটিতে খেলেছিলেন ৫৪ টেস্ট ম্যাচ। পেয়েছিলেন ৫০১ উইকেট। তার মধ্যে কুম্বলের উইকেট ছিল ২৮১। আর হরভজনের উইকেট ছিল ২২০। আর অশ্বিন–জাদেজা ৫০ টেস্টেই সেই নজির ভেঙে দিলেন। আপাতত তাঁদের জুটির উইকেট সংখ্যা ৫০৬। তার মধ্যে অশ্বিনের উইকেট সংখ্যা ২৭৮। জাডেজার ২২৮। এদিকে, এদিন আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫০ উইকেটের মাইলস্টোনও স্পর্শ করেন জাদেজা।
প্রসঙ্গত এই তালিকায় তিনে হরভজন–জাহির খান জুটি। স্পিন–পেস জুটি টেস্টে নিয়েছিলেন ৪৭৪ উইকেট। চারে আছেন উমেশ–অশ্বিন জুটি। দু’জনে টেস্টে নিয়েছেন ৪৩১ উইকেট। আর স্পিন জুটির দিক থেকে দেখতে গেলে কুম্বলে–ভাজ্জির পর রয়েছেন বেদি–চন্দ্রশেখর। দু’জনে ৪২ টেস্টে নিয়েছিলেন ৩৬৮ উইকেট।
হায়দরাবাদে ভারতীয় স্পিনারদের দাপটে দুমড়ে গেল ইংল্যান্ডের তথাকথিত বাজবল। টস জিতে ব্যাট করতে নামা বেন স্টোকসের দলকে প্রথম ইনিংসে ২৪৬ রানে থামাল রোহিত শর্মার ভারত।প্রথম দিনেই ম্যাচের রাশ ভারতের হাতে। দিনের শেষে ভারত পিছিয়ে ১৩৫ রানে, হাতে ৯ উইকেট। অর্ধশতরান করে অপরাজিত রয়েছেন যশস্বী জয়সওয়ালযশস্বীর ব্যাটিং, বিশেষ করে বাঁহাতি স্পিনারদের যেভাবে তিনি সামলান, তা দেখে ঋষভ পন্থের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। যশস্বী ৯টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৭০ বলে ৭৬ রানে অপরাজিত রয়েছেন। ১টি চারের সৌজন্যে ৪৩ বলে ১৪ রানে অপরাজিত রয়েছেন শুভমান গিল।