
ওঙ্কার ডেস্ক : আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে। মর্মান্তিক দুর্ঘটনা পুরীর জগন্নাথ দেবের চন্দন যাত্রায় ।বাজি ফেটে আহত অন্তত ২৫ জন।
বুধবার রাতে ওড়িশার পুরীতে জগন্নাথ দেবের চন্দন যাত্রা উপলক্ষে জড়ো হয়েছিলেন কয়েকশো পুণ্যার্থী। নরেন্দ্র পুষ্করিণী এলাকায় বাজি পুড়িয়ে আনন্দ করার সময়ই ঘটে যায় দুর্ঘটনা।
জানা গিয়েছে, ঘটনাস্থলে এক জায়গায় বাজির স্তূপ করা ছিল। সেখানে বাজি পোড়ানোর সময় আগুনের ফুলকি এসে ঘটে যায় দুর্ঘটনা। শেষ পাওয়া খবরে ২৫ জন আহত হওয়ার খবর মিলেছে। আহতদের জেলার সদর হাসপাতালে চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ জন. তবে, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।