
পার্থ পাল, পুরী : রবিবার সারা দেশ জুড়ে পালিত হচ্ছে রথযাত্রা. আর এই রথযাত্রাকেই কেন্দ্র করে কানায় কানা পূর্ণ ওড়িষ্যার সৈকত শহর. জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত পুরী. প্রতি বছর রথে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় পুরীতে. এবারও তার ব্যতিক্রম হয়নি. রথযাত্রাকে কেন্দ্র করে তাই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জগন্নাথ ধাম.
উল্লেখ্য, এবছর রথযাত্রা দেখতে পুরী এসে উপস্থিত হয়েছেন ভারতের রাষ্ট্রপতি দৌপদী মুর্মু। এবছর রথযাত্রা দুদিন. তাই নিয়ম নীতি মেনেই ১১ টার পরেই জগন্নাথ সুভদ্রা এবং বলরাম তারা মন্দির থেকে বেরিয়ে রথে বিরাজমান হন। পুরীর রাজা রথে ঝাড় দেওয়ার পর এই রথ গুণ্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়. দুদিন রথ হওয়ার সুবাদে রবিবার এবং সোমবার দুদিন রথ টানা হবে পুরীতে।