
স্পোর্টস ডেস্ক :প্রয়াত বিসিসিআই ও আইসিসির প্রাক্তন সভাপতি জগমোহন ডালমিয়ার স্ত্রী চন্দ্রলেখা ডালমিয়ার নামে NCC Budding Women’s T-20 Challenger Cup 2024 এর ফাইনাল ম্যাচ বৃহস্পতিবার অনুষ্ঠিত হল হাওড়ার গুলমোহর মাঠে। যেখানে ফাইনাল ম্যাচে ৯ উইকেটে রানী রাসমনিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মা সারদা। এদিন ফাইনাল ম্যাচে কার্যত চাঁদেরহাট। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, আইপিএল গভর্নিং কাউন্সিল মেম্বার তথা ডালমিয়ার ছেলেঅভিষেক ডালমিয়া, এনসিসি প্রেসিডেন্ট পবন ভালোটিয়া সহ উপস্থিত ছিলেন সিএবির সমস্ত কর্মকর্তারা। ছিলেন প্রাক্তন ক্রিকেটার অশোক মালহোত্রা, ইন্দুভূষন রায়, বাংলার প্রাক্তন কোচ অরুণ লাল, বাংলার বোলিং কোচ শিবশঙ্কর পাল সহ বঙ্গ ক্রিকেট বোর্ডের বিভিন্ন জেলার কর্মকর্তারা। ছিলেন আইএফএ সভাপতি সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত সহ অনেকে।