
ওঙ্কার বাংলা ডেস্ক: বিষাক্ত ধোঁয়ার জেরে অসুস্থ হয়ে পড়ল একটি কোচিং সেন্টারের ১২ জন পড়ুয়া। রবিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে । তবে কী কারণে এই ধোঁয়ার নির্গমন বা কোথা থেকে এই ধোঁয়া এলো সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় হঠাৎ করে গোপালপুরের উৎকর্ষ কোচিং সেন্টারে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে । সহকারী পুলিশ কমিশনার (এসিপি) যোগেশ শ্রীবাস্তব বলেন, নর্দমার বিষাক্ত ধোঁয়া কিংবা গ্যাস লিক করে এমনটা হয়ে থাকতে পারে। আশপাশের কোনও বাড়ির রান্নাঘর থেকেও ধোঁয়া ছড়াতে পারে বলে মনে করছে পুলিশ।
জানা গিয়েছে ঘটনার সময় কোচিং সেন্টারে ৩৫০ জন পড়ুয়া ছিল। ওই সেন্টারের কেউ কেউ অজ্ঞান হয়ে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ পড়ুয়াদের দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সাত জন পড়ুয়া এখনও চিকিৎসাধীন। তবে তাঁদের অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।