
ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুরে মৃত্যু হল জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদের প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্যের। সূত্রের খবর মঙ্গলবার গভীর রাতে ওই অভিযানে মৃত্যু হয়েছে মাসুদের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীরও।
মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মুকাশ্মীর জুড়ে জঙ্গিঘাঁটি লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। গোয়েন্দা সূত্রের খবর, ৮০ জনের বেশি জঙ্গিকে খতম করা হয়েছে। সবচেয়ে বড় ধরণের অভিযান হয়েছে বহওয়ালপুরে, যেখানে জইশ ই মহম্মদের সদর দফতর ছিল। পাশাপাশি মুরিদকেতেও বড় ধরণের অভিযান করেছে ভারতীয় সেনা, এই অঞ্চলে ছিল লস্কর ই তৈবার ঘাঁটি।
পাক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, অপারেশন সিঁদুরের পর মাসুদ আজহার একটি বিবৃতি দিয়েছে। যেখানে বলেছে, ভারতীয় বাহিনীর আঘাতে তার পরিবারের ১০ জন সদস্য নিহত হয়েছে। তবে অসমর্থিত সূত্রের দাবি সংখ্যাটা ১৪ জন। নিহতদের শেষকৃত্য বহওয়ালপুরে হবে বলে জানা গিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, নিহত মাসুদ আজহারের পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে তার বড় বোন ও তার স্বামী, তার ভাগ্নে ও তার স্ত্রী, আরেক ভাগ্নে এবং তার পরিবারের পাঁচ সন্তান। ভারতীয় বাহিনীর প্রত্যাঘাতে মাসুদ আজহারের এক ঘনিষ্ঠ সহযোগী এবং তার মা এবং আরও দুই ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ২০০১ সালে নয়াদিল্লিতে সংসদ ভবনে হামলার মূল চক্রী মাসুদ আজহার। বেশ কয়েক মাস ধরে নিখোঁজ ছিল। ২০২৪ সালের শেষের দিকে তিনি বহওয়ালপুরে ফিরে আসে। তার গতিবিধির উপর কড়া নজর রাখছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা।