
ওঙ্কার ডেস্কঃ ভারতীয় সঙ্গীত জগতে ইন্দ্রপতন । প্রয়াত উস্তাদ জাকির হুসেন। ৭৩ বছর বয়সে মারা গেলেন এই কিংবদন্তী। বিশ্বের সঙ্গীত জগতে নেমেছে শোকের ছায়া। তবলাবাদক, সঙ্গীতজ্ঞ, অভিনেতা হিসাবে বিশ্বব্যাপী পরিচিতি ছিল তাঁর। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সংগীত প্রেমীদের মধ্যে।জাকির হুসেন ছোট থেকেই তবলা বাজাতেন। মাত্র ১২ বছর বয়স থেকেই তিনি দেশ বিদেশের নানা অনুষ্ঠানে তবলা বাজাতে শুরু করেছিলেন । তবলার হাত তার এতো দক্ষ ছিল যে তাঁর একক বাজনার অনুষ্ঠান দেখতে মানুষের ভিড় জমে যেত প্রেক্ষাগৃহে। কয়েকদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন জাকির। আমেরিকার সানফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। আচমকাই রবিবার তাঁর শারীরিক অবনতি দেখা দেয়, তাকে আইসিইউ তে ভর্তি করা হয়। হার্টের সমস্যাও ধরা পড়েছিল তাঁর, সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন জাকির হোসেন।
১৯৫১ সালে মুম্বইয়ে জন্ম উস্তাদ জ়াকির হুসেনের। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। ২০২৪ সালে ভারতে গ্র্যামি পুরস্কার আসে তাঁর হাত ধরেই। বর্তমানে শক্তি ব্যান্ডে তবলাবাদক ছিলেন তিনি। জ়াকির হুসেনের মৃত্যুর সঙ্গে সঙ্গে একটি যুগের সমাপ্তি হল। সঙ্গীত জগতের বিভিন্ন শিল্পীরা শ্রদ্ধা জানিয়েছেন শিল্পীকে।