
উজ্জ্বল হোড়, জলপাইগুড়িঃ গরুমারা জাতীয় উদ্যান সকলেরই পরিচিত। বিভিন্ন পশু পাখি, গাছপালায় ঘেরা এই উদ্যান ভারতের অনতম একটি জাতীয় উদ্যান হয়ে উঠছে। এবার গরুমারা জাতীয় উদ্যানের লাটাগুড়ি জঙ্গল থেকে চালশা পর্যন্ত জঙ্গলের রাস্তা আরও বাড়ানোর কাজ শুরু হয়েছে।
ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের মধ্যে দিয়ে যাওয়া জাতীয় সড়ক সম্প্রসারণ করা হয়েছে। এছাড়াও মেটেলি থানার অন্তর্গত চাপরামারি অভয়ারণ্য সংলগ্ন এলাকার মধ্যে দিয়ে চীন সীমান্তের ডোকলাম যাওয়ার জন্য তৈরি হয়েছে বিশেষ পথ।
এবার ময়নাগুড়ি থেকে লাটাগুড়ি জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া রাস্তা বাড়ানোর কাজ শুরু করা হচ্ছে। চলছে টোপোগ্রাফি সার্ভের কাজ। ইঞ্জিনিয়র সৌরভ পাল বলেন, চালশা থেকে ময়নাগুড়ি রাস্তাটি বর্তমানে ৭ মিটারের রয়েছে, সেটি ১০ মিটার করার কাজের জন্য এই মুহুর্তে টোপোগ্রাফি সার্ভে করার কাজ চলছে। প্রায় পাঁচ দিন লাগবে এই সার্ভের কাজ করতে।