
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি : উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি : হুল দিবসে সাঁওতাল বিদ্রোহের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো ডি ওয়াই এফ আই । জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে নাগরাকাটা চেংমারি মাঠে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রবিবার। যুবক ও যুবতী দের আলাদা আলাদা খেলায় মোট চারটি দল অংশগ্রহণ করে। ফাইল খেলায় জয়ী হয় আপার চেংমারী যুবতী টিমের দীপা লাইন। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রাক্তন যুব নেতা দিলকুমার ওরাও ও ডি ওয়াই এফ আই জলপাইগুড়ি জেলা সম্পাদক প্রদীপ দে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলী সদস্য শুভায়ু পাল, মইদুল হাসান, দেবব্রত ভৌমিক, জেলা নেতা দেবরাজ বর্মন ও বেদব্রত ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। যুবক যুবতীদের এই ফুটবল ম্যাচ ঘিরে চেংমারী বাগান এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।