
উজ্জ্বল হোড়, জলপাইগুড়িঃ শনিবার ২২ শে জুন শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা। এই স্নান যাত্রার মধ্য দিয়েই রথযাত্রা উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেলো জলপাইগুড়ি গৌড়ীয় মঠে। শনিবার পূর্ণ স্নানের পর ১৫ দিন জগন্নাথ দেব শয়নে থাকবেন ।জলপাইগুড়ি গৌড়ীয় মঠের অধ্যক্ষ পুন্ডরীক দাস জানান আগামী ৬ জুলাই পন্ডিচা মন্দির মার্জন এবং ৭ই জুলাই রথযাত্রা। ১৫ ই জুলাই জগন্নাথ দেবের পুণ রথযাত্রা । সেইদিন গৌড়ীয় মঠেই আগমন করবেন জগন্নাথ দেব।এবারও বহু ভক্ত সমাগম হবে এমনটাই আশা করছেন তিনি। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। সকাল থেকেই পুজো অর্চনার মধ্য দিয়ে মন্দির চত্বরে ভক্তদের সমাগম লক্ষ্য করা গেছে। ইতিমধ্যেই রথ সংস্কার কার্য শুরু হয়ে গেছে। রথযাত্রা উপলক্ষে পুলিশ প্রশাসন সহ সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছে।