
নিজস্ব প্রতিনিধিঃ সরানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ তাঁর সরকারের একাধিক প্রকল্পের পোস্টার। ১৬ মার্চ লোকসভা নির্বাচন ঘোষানর পর থেকে দেশ জুড়ে লাগু হয়েছে নির্বাচনী আচরণ বিধি। সেই নিয়ম মেনে জলপাইগুড়ি জেলাশাসকের দফতর থেকে খোলা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ রাজ্য সরকারের বিভিন্ন পোস্টার। জলপাইগুড়ি শহরের একাধিক জায়গায় রয়েছে এই রকম পোস্টার ও ছবি। নির্বাচন ঘোষানর পর থেকে সেগুলি ছড়ানোর কাজ শুরু হয়েছে। বিভিন্ন ব্লকের কর্মীরা শহর ও সংলগ্ন এলাকায় পোস্টার খোলা ও সাদা রং করে ঢেকে দেওয়ার কাজ শুরু করেছেন।