
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি:
বৃহস্পতিবার রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এস এফ আই। বাম সমর্থিত যুবদের সেই আন্দোলনে পুলিশের গুন্ডামির অভিযোগ উঠলো পুলিশের বিরুদ্ধে।দুর্নীতির অভিযোগ ওঠা নেট পরিক্ষা বাতিল, শিক্ষা মন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সিপিআইএম দলের ছাত্র সংগঠন স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বৃহষ্পতিবার রাজ্যে জুড়ে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
ধর্মঘট সফল করতে এদিন সকাল থেকে এস এফ আই কর্মীরা জেলার অন্যান্য স্কুল সহ ফোনিন্দ্র দেব বিদ্যালয়ে ধর্মঘটের সমর্থনে জোড়ো হয়।
অভিযোগ, আন্দোলনরত ছাত্র দের সঙ্গে দুর্ব্যবহার করে পুলিশ।মারধোর করা হয় এস এফ আইয়ের সমর্থকদের। জলপাইগুড়ি সদর লোকাল কমিটির সম্পাদক শুভব্রত ভৌমিক কে পুলিস আটক করে নিয়ে যায়।এর পরেই বিক্ষোভে ফেটে পড়তে দেখা যায় আন্দোলনরত ছাত্রদের ।
এই প্রসঙ্গে ছাত্র নেতা নবণিত দাস বলেন, পুলিশ গুন্ডামি করে আমাদের আন্দোলন ভাঙার চেষ্টা করছে।