
উজ্জ্বল হোড়, জলপাইগুড়ি : বৃষ্টি,ধসে, বিধ্বস্ত সিকিম. উত্তরের সমতলে ঝলমলে আকাশে রোদের ঝিলিক। গত ১২ ই জুন থেকে হিমালয়ের কোলে অবস্থিত ফুলের স্বর্গরাজ্য সিকিম কার্যত বিধ্বস্ত। দক্ষিণ এবং উত্তর সিকিমের বহু জনপদ শুক্রবার পর্যন্ত বিচ্ছিন্ন দেশের অন্যান্য অঞ্চলের থেকে।
গত কয়েক দিন ধরে চলা এই প্রাকৃতিক দুর্যোগে গৃহহীণ মানুষের সংখ্যার তালিকা ক্রমশই যেন লম্বা হচ্ছে তিস্তা নদীর মতই।
‘এই মুহূর্তে ভগবানই ভরসা আমাদের’, ধসে বাড়ি ঘর হারিয়ে পঞ্চায়েতের দেওয়া ত্রিপোলের নিচে রাত কাটানো উত্তর সিকিমের জনৈকা অদম্য ইচ্ছা শক্তি আর সহনশীলতার প্রমাণ দিয়ে মুখে একগাল হাসি নিয়ে দিলেন বর্তমান অবস্থার বর্ণনা।
অপরদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে শুক্রবার ২১ জুন সমতলে চলবে অতি ভারি বৃষ্টি. যদিও সকাল থেকেই জলপাইগুড়ি সহ সমগ্র ডুয়ার্স জুড়েই দেখা দেয় রোদ ঝলমলে আকাশ। দীর্ঘ সময় পর রোদের দেখা মেলায় ফুরফুরে মেজাজে জলপাইগুড়িবাসী।