
ওঙ্কার ডেস্ক: তিন দিন ধরে নিখোঁজ ছিলেন তিন জন। অবশেষে শনিবার ১৪ বছরের এক নাবালক-সহ তিন জনের মৃতদেহ উদ্ধার হল জম্মুকাশ্মীরের কাঠুয়া জেলার সন্ত্রাস কবলিত এলাকা থেকে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, সন্ত্রাসীরা তাঁদেরকে খুন করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তিন জনের নাম যোগেশ সিং, দর্শন সিং এবং নাবালকের নাম বরুণ সিং। বুধবার সন্ধ্যায় বিল্লাওয়ার শহরে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় তাঁরা নিখোঁজ হন। তিন জনের নিখোঁজ হয়ে যাওয়ার পর পুলিশে অভিযোগ দায়ের হয়। এরপর তদন্তে নামে নিরাপত্তারক্ষী বাহিনী। ব্যাপক তল্লাশি চালানোর পর লোহাই মালহার এলাকার কাছে একটি জলাশয় থেকে তিন জনের দেহ উদ্ধার হয়।
পুলিশ জানিয়েছে, নিহত তিন জন বিল্লাওয়ার এলাকার বাসিন্দা। যোগেশ, দর্শন মারহুনের এবং বরুণ ধুত্তার বাসিন্দা। ভারতীয় জনতা পার্টির মুখপাত্র আরএস পাঠানিয়া এই খুনকে সন্ত্রাসীদের দ্বারা ‘ঠান্ডা মাথায় হত্যা’ বলে অভিযোগ করেছেন। তাঁর কথায়, ‘প্রাথমিকভাবে প্রমাণ হয়েছে যে এই পুরো গণহত্যা জঙ্গিদের দ্বারাই সংঘটিত হয়েছে। আমি একটি বিষয় নিশ্চিত করতে চাই যে অপরাধীরা শাস্তি পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে সন্ত্রাসবাদ শেষ পর্যায়ে পৌঁছেছে।’
উল্লেখ্য, এর আগেও ওই অঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতির প্রমাণ মিলেছে। গত দুই বছরে ওই এলাকায় একাধিক সন্ত্রাসী হামলা হয়েছে। গত মাসে সেখান থেকে দুজন নিরস্ত্র ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়।