
ওঙ্কার ডেস্ক: রবিবার সকালে জম্মু-কাশ্মীরের উধমপুর থেকে দুই পুলিশকর্মীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হল। ।খুন নাকি আত্মহত্যা সেই বিষয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ । ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ৬ টা নাগাদ। স্থানীয়রা উধমপুরের কালিমাতা মন্দিররের কাছে একটি জিপ দাঁড়িয়ে থাকতে দেখেন, তাদের সন্দেহ হওয়ায় জিপের সামনে গিয়ে দেখেন ভেতরে দুই পুলিশ কর্মীর গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশকর্তারা ঘটনাস্থল খতিয়ে দেখেন এবং তাঁরা জঙ্গি হামলা অথবা কোন ষড়যন্ত্রের সন্দেহ করছেন। উধমপুর পুলিশ জানিয়েছেন, দুই পুলিশকর্মী সোপোর থেকে এসটিসি তালওয়ারার দিকে যাচ্ছিলেন, এবং তাদের মৃত্যু হয়েছে AK-47 রাইফেল থেকে গুলি ছিটকে। মৃতদের মধ্যে এক জন গাড়ির চালক, অন্যজন হেড কনস্টেবল। জানা গিয়েছে, ওই গাড়িতে আরও এক পুলিশকর্মী ছিলেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এখনও পর্যন্ত কোন স্পষ্ট উত্তর খুঁজে পায়নি পুলিশরা। এখনও পর্যন্ত আত্মহত্যা নাকি খুন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।