
সূর্য্যজ্যোতি পাল,কোচবিহার: মঙ্গলবার সকাল থেকেই যমুনা নদীতে শুরু হয়েছে বিসর্জন। রাজ পরম্পরা ও ঐতিহ্য মেনে সবার প্রথম 500 বছরের পুরানো বড় দেবীর প্রথম বিসর্জন হল কোচবিহার যমুনা দীঘিতে । প্রথা অনুযায়ী সর্বপ্রথম বড় দেবীর নিরঞ্জন দেওয়া হয় ,তারপর কোচবিহারে অন্যান্য প্রতিমাগুলি গুলো বিসর্জন হয় । সকাল থেকে বড় দেবীর মন্দিরে প্রচুর মহিলা থেকে শুরু করে সাধারন মানুষ ভিড় করেন। বিশেষ পূজা ও অঞ্জলীর পরে বড় দেবীর মন্দিরের গেট খুলে দেওয়া হয় । যেখানে মহিলারা মাকে সিঁদুর দেয় । বড়দেবী প্রাঙ্গণে সিঁদুর খেলায় মেতে ওঠে সকলেই । রাজ আমলের নিয়ম মেনে বড় দেবীর বিসর্জন হয় প্রতিবছর কোচবিহার যমুনা দিঘির পারে । এই পূজায় শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে বলি প্রথা ।সেই মত বড়দেবী বিসর্জনের আগে যমুনা দীঘি পারে শুয়োর ও পায়রা বলি হয় । বড় দেবী একেবারেই আলাদা আকারের ও অনেকটাই বড় তাই স্থানীয় ও দেবত্রর ট্রাস্ট বোর্ডের সদস্যরা মিলে বড় দেবীকে ছোট ছোট করে কেটে নিয়ে যমুনা দীঘিতে বিসর্জন দেওয়া হয়। ।