
নিজস্ব প্রতিনিধি:৪৫ বছর পর যমুনা নদীতে এত জল। বিপদসীমার ৩ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ৪৫ বছরের রেকর্ড ভেঙে যমুনার জলস্তর ক্রমাগত গতি পাচ্ছে। মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হচ্ছে। যমুনা নদীর জলস্তর আরও বাড়লে দিল্লির জন্য বিরাট সঙ্কট দেখা দিতে পারে। যমুনার জল প্রবেশের কারণে দিল্লির ৩টি ওয়াটার প্ল্যান্ট ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। জল পৌঁছেছে রিং রোড-রাজঘাট, আইটিও, যমুনার তীরবর্তী অনেক এলাকা দ্রুত তলিয়ে যাচ্ছে।কাশ্মীর গেট বাসস্ট্যান্ডও বিপর্যস্ত। রাজঘাট, আইটিও, পুরনো কেল্লা এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বাদ যায়নি আমলাদের অফিসও।মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবন সংলগ্ন এলাকাও ভাসছে যমুনা নদীর জলে। এই জরুরি অবস্থায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে রাজধানী শহরে।যমুনা নদীর আশপাশের অঞ্চলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ইতোমধ্যেই শুরু হয়েছে নদী সংলগ্ন নিচু এলাকার মানুষদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার কাজ।