
স্পোর্টস ডেস্ক :প্রথম ভারতীয় হিসাবে অ্যাথলেটিক্সে বিশ্বচ্যাম্পয়ন হলেন অলিম্পিকে ভারতের সোনা জয়ী নীরজ চোপড়া।বুদাপেস্টে অ্যাথলেটিক্সের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজের দ্বিতীয় থ্রোয়ে ৮৮.১৭ মিটার ছুঁড়লেন নীরজ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পিছনে ফেলে দিলেন পাকিস্তানের আরশাদ নাদিমকে (৮৭.৮২ মিটার)। প্রথম ছয়ে থেকে নজর কাড়লেন কিশোর জেনা (৮৪.৭৭ মিটার) ও ডি পি কমনুও (৮৩.৪৮ মিটার)। বিশ্ব অ্যাথলিট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জ্যাভলিনে নীরজ ছাড়াও ছিলেন আরও দু’জন ভারতীয়। কিশোর জেনা এবং ডিপি মানু। তবে তাঁরা হতাশ করেন। কিশোর জেনা পঞ্চম স্থানে শেষ করেন। তাঁর সেরা থ্রো ছিল ৮৪.৭৭ মিটার। এটা তাঁর কেরিয়ারের অন্যতম সেরা থ্রো। তাঁর পরে অর্থাৎ ষষ্ঠ স্থানে শেষ করেন ভারতের ডিপি মানু।তিনি ৮৪.১৪ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন। আর সবার উপরে থেকে শেষ করেন নীরজ চোপড়া।ফাইনালে নীরজকে সবথেকে বেশি চ্যালেঞ্জের মুখে ফেলেন নাদিম। নীরজ প্রথম থ্রো-টা ফলস করেন। দ্বিতীয়বারে তিনি ৮৮.১৭ মিটার স্পর্শ করেন। এটাই ছিল তাঁর সেরা। এরপর নিজের তৃতীয়বারের চেষ্টায় পাকিস্তানের আরশাদ নাদিম ৮৭.৮২ মিটার স্পর্শ করেন। নীরজের কাছে চলে যান তিনি। অন্যদিকে জার্মানির ওয়েবার তাঁর তৃতীয়বারের চেষ্টায় ৮৫.৭৯ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন। তিনি ব্রোঞ্জ জেতেন।