
স্পোর্টস ডেস্ক :প্যারিস অলিম্পিকের মঞ্চে শুরুতেই বিশাল থ্রো। প্রথমবারই ৮৯.৩৪ মিটার বর্শা ছোড়েন টোকিও অলিম্পিকের সোনাজয়ী। যেকোনও আন্তর্জাতিক মঞ্চে নীরজের সবচেয়ে ভাল শুরু। যোগ্যতা অর্জন পর্বের প্রথম রাউন্ডে দীর্ঘ থ্রোয়ে ফাইনাল রাউন্ড চলে গেলেন নীরজ। আরও একটি সোনার স্বপ্ন বোনা শুরু ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের। জ্যাভলিনের ফাইনাল রাউন্ড পাকিস্তানের আর্শাদ নাদিমও। অলিম্পিক্সের লড়াইয়ে গ্রুপ বি-তে ছিলেন নীরজ চোপড়া। আর গ্রুপ এ-তে ছিলেন কিশোর জেনা। যদিও তিনি যোগ্যতা অর্জন করতে পারেননি। তিনি ৮০.৭৩ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়েন। ফাইনালে সেরা ১২ জন যোগ্যতা অর্জন করতে পারেন। আর কিশোর প্রথম ১২ জনের মধ্যে ছিলেন না।
গ্রুপ বি থেকে ভারতের নীরজ ছাড়াও এখনও পর্যন্ত সরাসরি যোগ্যতা অর্জন করেছেন গ্রানাডার অ্যান্ডরসন পিটার্স। তিনি জ্যাভলিন ছুঁড়েছেন ৮৮.৬৩ মিটার। এবং পাকিস্তানের আরশাদ নাদিম ছুঁড়েছেন ৮৬.৫৯ মিটার। তিনিও ফাইনালে।