
স্পোর্টস ডেস্ক :
চলে গেলেন বাংলার টেবল টেনিসের দ্রোণাচার্য কোচ জয়ন্ত পুশিলাল। বয়স হয়েছিল ৬৩। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন। মঙ্গলবার রাতে নারকেলডাঙ্গায় নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অরূপ বসাক, মৌমা দাস, প্রাপ্তি সেনের মতো জাতীয় চ্যাম্পিয়ন খেলোয়াড় গড়েছেন তিনি। ইউএসএতে গিয়েও অলিম্পিয়ান তৈরি করেছেন। তাঁর মৃত্যুতে শুধু টেবল টেনিস নয়, বাংলার ক্রীড়ামহল বড় ধাক্কা খেল।