
অপরূপা কাঞ্জিলালঃ রূপের আগুনে অনুরাগীদের পোড়ানো অভিনেত্রী এবার নিজে কার্যত ছ্যাকা টাকার আগুনের তাপে। দীর্ঘদিন ধরে চলা মামলার শুনানি শেষ, ঘোষণা হলো শাস্তি। ছয় মাসের জেল জয়াপ্রদার।
না কোনো সিনেমার সিন নয় একেবারে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে থাকা ডাকসাইটে অভিনেত্রী তথা প্রাক্তণ সাংসদ জয়াপ্রদার নামে শাস্তি ঘোষণা।কয়েক বছর আগে জয়াপ্রদার সিনেমা হলকে কেন্দ্র করে একই ধরনের ঘটনা ঘটেছিল। সেইসময় অবশ্য অভিনেত্রীর বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল।
রিপোর্ট বলছে, ২০ লাখ টাকা কর ফাঁকি দিয়েছিল অভিনেত্রীর সিনেমা হল।নগরদায়রা আদালতের নির্দেশ অনুযায়ী, হলের চেয়ার, প্রজেক্টার বাজেয়াপ্ত করা হয়েছিল। বর্ষীয়ান অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল, জয়াপ্রদা থিয়েটার কমপ্লেক্সের কর্মীদের এমপ্লয়িজ স্টেট ইন্সিওরেন্সের টাকা দেননি তিনি।
এবার সেই মামলায় রায় দিল চেন্নাইয়ের এগমোর ম্যাজিস্ট্রেট কোর্ট।কর্মীদের ESI না দেওয়ার জন্য ছ’ মাসের জেল হল অভিনেত্রী তথা রাজনীতিক জয়াপ্রদার। একসময় ধর্ম অউর কানুন, মেরা ফয়সালা,তোফা, সিনেমার অভিনেত্রী কে বাস্তব জীবনে কানুন ফয়সালা করে শাস্তি স্বরূপ যে তোফা দিলেন তাতে সুন্দরী অভিনেত্রী যে যথেষ্ট অস্বস্তিতে পড়বেন তা বলাই বাহুল্য। এখন জয়াপ্রদা তার গোড়ি কলাইয়া থেকে আইনের জট খুলতে পারেন কিনা সেটাই দেখার।