
নিজস্ব প্রতিনিধিঃ ঝাড়খন্ডে ধাক্কা খেলো বিজেপি।৪৭ ভোটে জয়ী হয়েছেন চম্পাই।শেষ পর্যন্ত সরানো গেল না ঝাড়খন্ড মুক্তি মোর্চার সরকারকে এমন সরেন গ্রেপ্তার হলেও আস্থা ভোট জিতে নিলেন চম্পাই সোরেন। আপাতত দল ভেঙে কেন্দ্রের শাসক শিবিরে যাওয়ার কোন ইঙ্গিত মিলল না আস্থা ভোটে। সোমবার ঝাড়খণ্ডের আস্থা ভোটে ৪৭ ভোটে জয়ী হয়েছেন চম্পাই।২৯ টি ভোট গেছে তার বিপক্ষে। হেমন্ত সোরেন গ্রেপ্তার হওয়ার পর নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন চম্পক সোরেন। চম্পক সোরেনকে বিধানসভার ফ্লোরে শক্তি পরীক্ষায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হয়েছে। সেই আস্থা ভোটের বিশেষ অধিবেশন বসেছিলো সোমবার। উল্লেখযোগ্য বিষয় হল আদালতের নির্দেশ নিয়ে আস্থা ভোটের ভোটাভুটিতে অংশ নিতে বিধানসভায় গেছিলেন গ্রেপ্তার হওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বিধানসভায় ঢুকবার মুখে তিনি সাংবাদিকদের বলেন আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে আমি ফিরে আসবো। অন্যদিকে চম্পাই সোরেন বিধানসভার অধিবেশনে বলেন আমি হেমন্ত সোরেন পার্ট টু। আস্থা ভোটের বিতর্কে সরকার পক্ষ এবং বিরোধীপক্ষের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন