
সুমন গঙ্গোপাধ্যায়ঃ হাতে আছে প্রয়োজন মতো বিধায়ক। তা সত্ত্বেও আতঙ্ক জেএমএম- কংগ্রেস- আরজেডি জোটে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ড-র সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেএমএম প্রধান হেমন্ত সোরেন। তার বদলে পর্যটন মন্ত্রী চম্পই সোরেন কে সেই রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষনা করেন হেমন্ত। তবে হাতে বিধায়ক থাকলেও থেকেই আদৌ কি ঝাড়খন্ড নিজেদের হাতে রাখতে পারবে বর্তমান শাসক দল? প্রায় ১৮ ঘন্টা পর শেষ পর্যন্ত রাজ্যপালের ডাক পেলেও কতদিন টিকবে এই সরকার? সূত্রের খবর, এখানেও সক্রিয় পদ্ম শিবির। আর ‘অপারেশন লোটাস’ এর হানা’র আতঙ্ক ঝাড়খণ্ড এ। সূত্রের খবর, হেমন্ত জেলে যেতেই সক্রিয় বিজেপি।
আর এই দোলাচলকে কাজে লাগিয়ে ফায়দা তুলতে সক্রিয় বিজেপি। ৮১ সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় জেএমএম-এর বিধায়ক সংখ্যা ২৯, কংগ্রেস ১৬, আরজেডি ১ ও সিপিআইএম ( লিবারেশন) ১। সব মিলিয়ে ৪৭। আর ম্যাজিক ফিগার ৪১, অন্যদিকে বিজেপি ২৫, আজসু ৩, এন সি পি ( অজিত) ১ ও নির্দল ৩ মিলিয়ে ৩১। অর্থাৎ ম্যাজিক ফিগার থেকে ১০ কম। হেমন্ত গ্রেফতার হওয়ার কারণে ভোট দিতে পারবেন না। বাকী এক জেএমএম বিধায়ক পদত্যাগ করায় আর মাত্র ৮ ,বিধায়ক ভাঙতে পারলেই কেল্লাফতে। সূত্রের খবর, ৪৭ এর মধ্যে চম্পাই সোরেন এর পক্ষে স্বাক্ষর করেছে ৪২ বিধায়ক। সূত্রের খবর, ইতিমধ্যেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ৪ বিধায়ক নিখোঁজ।
আর এই দোলা চল কে কাজে লাগিয়ে ফায়দা তুলতে সক্রিয় বিজেপি। ৮১ সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় জেএমএম-এর বিধায়ক সংখ্যা ২৯, কংগ্রেস ১৬, আরজেডি ১ ও সিপিআইএম ( লিবারেশন) ১। সব মিলিয়ে ৪৭। আর ম্যাজিক ফিগার ৪১, অন্যদিকে বিজেপি ২৫, আজসু ৩, এন সি পি ( অজিত) ১ ও নির্দল ৩ মিলিয়ে ৩১। অর্থাৎ ম্যাজিক ফিগার থেকে ১০ কম। হেমন্ত গ্রেফতার হওয়ার কারণে ভোট দিতে পারবেন না। বাকী এক জেএমএম বিধায়ক পদত্যাগ করায় আর মাত্র ৮ ,বিধায়ক ভাঙতে পারলেই কেল্লাফতে। সূত্রের খবর, ৪৭ এর মধ্যে চম্পাই সোরেন এর পক্ষে স্বাক্ষর করেছে ৪৩ বিধায়ক। সূত্রের খবর, ইতিমধ্যেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ৪ বিধায়ক নিখোঁজ। এমনকী রাঁচির সার্কিট হাউসে বিধায়ক দলের বৈঠকে ও অনুপস্থিত ওই ৪ বিধায়ক। সূত্রের খবর, এই ৪ বিধায়ককে সামনের রেখে জোট ভাঙতে চাইছে বিজেপি। কংগ্রেসে
৬ ও জেএমএমের ৭ বিধায়ককে টার্গেট করেছে পদ্ম শিবিরের ম্যানেজারেরা। দেওয়া হচ্ছে অর্থ ছাড়াও মুখ্যমন্ত্রী হওয়ার অফার। পরিস্থিতি এমন, সরকার বাঁচাতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস , বিধায়কদের সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে কংগ্রেসশাসিত তেলেঙনাতে।