
জয়ন্ত সাহা, জামতাড়া : ঝাড়খণ্ডের জামতাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন বহু যাত্রী, আহত অসংখ্য। ঘটনাটা ঘটেছে জামতাড়া জেলার কোরমাটড় কালাঝরিয়া সংলগ্ন এলাকায়। জানা যায়, অঙ্গ এক্সপ্রেসে আগুন লাগার খবরে আতঙ্ক ছড়ায়। সেই সময় ট্রেন থেকে নেমে অন্য ট্রাকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা আসানসোল ঝাঁঝা ইএম ইউ প্যাসেঞ্জারে পিষ্ট হয় বেশ কয়েকজন যাত্রী। ঘটনার পরেই এলাকায় রেল প্রশাসন ও জামতারা পুলিশ পৌঁছে উদ্ধার কাজে হাত লাগায়। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।