
ওঙ্কার ডেস্ক: জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার শেষ ভাষণে আমেরিকায় ধনতন্ত্রের উদ্ভব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
স্ত্রীকে সঙ্গে নিয়ে হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে দেওয়া ভাষণে বাইডেন বলেন, ‘আজ, যুক্তরাষ্ট্রে এমন একটি ধনতন্ত্র গড়ে উঠছে, যা বিপুল ধন-সম্পদ, ক্ষমতা ও প্রভাবের মাধ্যমে আমাদের গণতন্ত্র, মৌলিক অধিকার এবং স্বাধীনতার জন্য হুমকি তৈরি করছে।’
এদিন বাইডেনের ভাষণে উঠে আসে ট্রাম্পের প্রসঙ্গও। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের অধীন একটি ‘বিপজ্জনক’ গোষ্ঠীতন্ত্রের বিরুদ্ধে আমেরিকানদের প্রহরীর ভূমিকা নিতে হবে।
প্রসঙ্গত, ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পকে হারিয়ে প্রেসিডেন্ট হয়েছিলেন বাইডেন। ২০২৪ সালে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রার্থী হয়ে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। যদিও তিনি পরাজিত হন। আগামী ২০ জানুয়ারি ট্রাম্প শপথ নেবেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে।