
স্পোর্টস ডেস্ক :বিভিন্ন সময়ে মহেন্দ্র সিং ধোনি,কপিল দেবদের নামে নানা কথা বলে বিতর্ক বাড়ান যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। এবারে এক সাক্ষাৎকারে যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরকে নিয়ে বলেছেন, ‘আপনারা কয়লার খনিতে হিরে দেখেছেন? ও কিন্তু কয়লা।’ অর্জুন তেন্ডুলকরের ক্রিকেটীয় দক্ষতা প্রসঙ্গে আরও যোগ করেন, ‘কয়লার খনি থেকে হিরে বের করার সময় সেটা কার্যত পাথরই থাকে। যে এর মূল্য বোঝে, সেটাকে ঘষে মেজে হিরেতে পরিণত করে। কোহিনূরের মতো দামি হিরেও তৈরি করতে পারেন।কিন্তু ভুল হাতে পড়লে সে এর মূল্য না বুঝে ধংস করে দিতে পারে। আমি এটা বলি না, বরং আমাকে নিয়ে যুবরাজ সিংই বলে যে আমার বাবার হাতে ম্যাজিক রয়েছে, আমি আজ যা কিছু, তাঁর জন্যই.