
উজ্জ্বল হোড় , জলপাইগুড়ি : বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দাবিতে বিদ্যালয়ের গেটে তালা মেরে বিক্ষোভ অভিভাবক সহ ছাত্র-ছাত্রীদের। একাধিকবার শিক্ষক নিয়োগের দাবি জানিও নিয়োগ করা হয়নি শিক্ষক। বাধ্যহয়ে সোমবার জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি শহরের ১নং এস সি প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা মেরে চলে বিক্ষোভ।বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে বিদ্যালয়ে ছাত্র ছাত্রী রয়েছে ১০৪ জন। সেই হিসেবে তিনজন শিক্ষক ও শিক্ষিকা রয়েছে বিদ্যালয়ে।
কিন্ত তার মধ্যে এক শিক্ষিকা প্রায় তিন-চার বছর ধরে পেপার ট্রান্সফার নিয়ে জলপাইগুড়িতে চাকরি করছেন। ফলে দুইজন শিক্ষক ও শিক্ষিকার পক্ষে এতজন পড়ুয়াকে শিক্ষাদান করতে খুবই সমস্যা হচ্ছে। বিষয়টি অভিভাবকদের নজরে আসতে তারা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে শিক্ষক নিয়োগের বিষয়ে শিক্ষাদপ্তরের সাথে কথা বলতে বলেন।
পরবর্তীতে অভিভাবকদের স্বাক্ষর করা দাবিপত্র তুলে দেওয়া হয়েছিল শিক্ষাদপ্তরে। এরপরও এখনও পর্যন্ত কোনও শিক্ষক নিয়োগ হয়নি বলে অভিযোগ। অভিভাবক ভগবতী দাস, পারমিতা ঘোরানী বলেন কি করতে আমাদের শিশুদের বিদ্যালয়ে পাঠাচ্ছি তা বুঝে উঠতে পারছি না।চারটি ক্লাসে শুধুমাত্র দুজন শিক্ষক রয়েছে।এভাবে একটি বিদ্যালয় চলতে পারে না।তাই আমরা গেটে তালা মেরে বিক্ষোভ বিক্ষোভ করেছি। অভিভাবকদের অভিযোগ স্বীকার করে নেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অমৃতা বাগচী। তিনি বলেন অনেকদিন ধরেই দুজন শিক্ষক ও শিক্ষিকা নিয়ে বিদ্যালয় চালিয়ে যাচ্ছি। ।শিক্ষক নিয়োগ করার জন্য লিখিত ভাবে জানানো হয়েছে। শেষ পর্যন্ত স্কুলের শিক্ষক নিয়োগ হয় কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছে ছাত্রছাত্রী সহ অভিভাবকেরা।