
স্পোর্টস ডেস্ক :দ্রুত উত্থান। মাত্র ৩৫ বছরেই ক্রিকেট প্রশাসনের সর্বোচ্চ শিখরে। আইসিসির নতুন নির্বাচিত চেয়ারম্যান হলেন জয় শাহ। এরপরই তিনি ভেসে যান শুভেচ্ছার বন্যায়। ২০১৩ সালে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব হয়ে পদে আসেন ক্রিকেটে। এরপর ২০১৯ সালে বিসিসিআইয়ের সচিব হন। ২০২১ সালে এসিসির প্রেসিডেন্ট হন তিনি। ২০২৪ সালে হলেন আইসিসির চেয়ারম্যান।
তবে বিসিসিআইয়ের সচিব কে জল্পনায় উঠে এসেছিল দিল্লি ও জেলা ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট রোহন জেটলির নাম। তিনি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির পুত্র। তবে রোহন নিজেই এমন খবর উড়িয়ে দিয়েছেন। এছাড়াও ঘোরাফেরা করছে বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা, কোষাধ্যক্ষ আশিস শেলার ও আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমলের নামও। এমনকি চর্চায় রয়েছে আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য তথা সিএবির প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়ার নামও। এখন দেখার, বিসিসিআইয়ের সচিব পদে এবার কাকে দেখা যায়!