
স্পোর্টস ডেস্ক : ১০ দিন পরেই শুরু হয়ে যাবে এশিয়া কাপ। চলতি বছর পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে এই প্রতিযোগিতা। আসন্ন এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচটি হবে পাকিস্তানে। প্রতিযোগিতার প্রথম ম্যাচ দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে বিসিসিআই সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ’কে।
পাকিস্তানের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়ার ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যুক্ত থাকা সমস্ত বোর্ডের কর্তাদের নিমন্ত্রণ করেছে তারা। তাই আমন্ত্রণ পেয়েছেন বিসিসিআই সচিব জয়। সূত্রের খবর, ডারবানে আইসিসি-র বৈঠকের সময় জয়কে মৌখিক ভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন, পাকিস্তান বোর্ডের প্রধান জাকা আশরফ। তবে এবার সরকারি ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে জয়কে। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে খবর, জয় সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন।
চলতি বছর এশিয়া কাপের আয়োজন করার কথা ছিল পাকিস্তানের। কিন্তু বিসিসিআই সচিব জয় জানিয়ে দেন, রোহিত শর্মারা পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলবে না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে বলেও ঘোষণা করে দিয়েছিলেন তিনি। স্বাভাবিক ভাবেই তাঁর এই বক্তব্য ভাল লাগেনি পাকিস্তানের। এরপর বিষয়টি নিয়ে বিস্তর আলোচনার পর অবশেষে পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথভাবে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পায়। তবে আমন্ত্রণ পেলেও জয় পাকিস্তানে যাবেন কি না, এর উত্তর সময়ই দিতে পারে।