
ওঙ্কার ডেস্ক: যৌথ সংসদীয় কমিটিতে পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল। কমিটি বিলে ১৪টি সংশোধনের নির্দেশ দিয়েছে। সোমবার বিরোধী সাংসদদের আপত্তি অগ্রাহ্য করেই ওয়াকফ সংশোধনী বিলের নতুন খসড়া অনুমোদন করল যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি।
এদিন কমিটি বিরোধীদের তরফে আনা কোনও সংশোধনী প্রস্তাব গ্রহণ করেনি। তবে বিজেপি এবং তার সহযোগী দলগুলির সাংসদেরা যে সংশোধনী প্রস্তাবগুলি জমা দিয়েছিলেন, তার মধ্যে থেকে ১৪টি গ্রহণ করা হয়েছে বলে জানান কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল। বিজেপি সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বাধীন যৌথ সংসদীয় কমিটিতে সামগ্রিকভাবে ৬৬টি প্রস্তাব করা হয়েছিল – যার ২৩টি আনেন ক্ষমতাসীন বিজেপির সাংসদরা এবং ৪৪টি প্রস্তাব ছিল বিরোধী সাংসদদের। বিজেপি সাংসদদের আনা ২৩টি প্রস্তাবের মধ্যে ১৪টি গৃহীত হলেও বিরোধীদের আনা সবকটি প্রস্তাব নাকচ করে দেওয়া হয়েছে। জগদম্বিকা পাল বলেন, ‘বিলের প্রতিটি সংশোধনী পর্যালোচনা করা হয়েছে। গণতান্ত্রিক পদ্ধতি মেনেই সিদ্ধান্ত হচ্ছে। ১৪টি সংশোধনী-সহ বিলটি পেশ করার জন্য সরকারের কাছে জেপিসি সুপারিশ করবে।’
সূত্রের খবর, ১৪টি সংশোধনী নিয়ে আগামী ২৯ জানুয়ারি ফের ভোটাভুটি হবে। ৩১ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে রিপোর্ট পেশ করবে জেপিসি। উল্লেখ্য, বিরোধীদের প্রবল আপত্তির মাঝে গত ৮ আগস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘুমন্ত্রী কিরেন রিজিজু। কিন্তু বিরোধীরা দাবি করেন, বিলটি ‘অসাংবিধানিক এবং মুসলিমদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ’ করবে। তৃণমূল কংগ্রেস-সহ বিরোধীরা অভিযোগ করে, নরেন্দ্র মোদী সরকার ওয়াকফ বোর্ডের উপর কর্তৃত্ব ফলানোর জন্য এই বিল আনছে। এই বিল নিয়ে মন্তব্য করতে গিয়ে উষ্মা প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সামনে দিল্লির বিধানসভা নির্বাচন, তাই ওয়াকফ বিল সংশোধন নিয়ে এত তাড়াহুড়ো।