
সুনন্দা দত্ত,ওঙ্কার বাংলাঃ শারদ উৎসবের বিজয়া দশমীর দিন মা কৈলাসে পাড়ি দিলেও কার্তিক পুজোর ঢাকে কাঠি পড়ে গেলো। হুগলি জেলার বাঁশবেড়িয়ায় কুন্ডুগুলি নবভারতীর সংঘে এরকমই চিত্র দেখা গেলো। হয়ে গেলো কাঠামো পূজো।
বিজয়া দশমীতে একদিকে যখন মা কৈলাসে পাড়ি দিচ্ছেন ঠিক তখন বাঙালির মনে বিষাদের সুর! ঠিক তখনই হুগলি জেলার বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর ঢাকে কাঠি পড়ল। শাস্ত্র ও পঞ্জিকা মতে বিজয় দশমী পড়ে গেছে। আর এই দিনই পুরোনো প্রথা মেনেই বাঁশবেড়িয়ার বেশ কিছু পুজো কমিটির কাঠামো পুজো হয়ে গেলো। ঠিক একই ভাবে কুন্ডুগুলি নবভারতীর সংঘের নটরাজ পুজোর কাঠামো পুজো হয়ে গেলো বাঁশবেড়িয়ার বিখ্যাত কার্তিক পুজোর। তবে এখানে কার্তিক পূজোর পাশাপাশি ৩৩ কোটি দেব দেবীর আরাধনা করা হয়। তাঁদের পুজো ৭১ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এই বছর তাদের মোট বাজেট ৫০ লাখ টাকা এমনটাই বললেন পুজো কমিটির এক সদস্য অলোক সাহা।