
নিজিস্ব প্রতিনিধি,ওঙ্কার বাংলাঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চান এই আবেদন চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ইমেল করলেন আরজি কর ঘটনার অভয়ার বাবা-মা। গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালে যে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল সেই ঘটনার দু মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। চলছে দীর্ঘদিন আন্দোলন,মিছিল, বিক্ষোভ। প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে রাজ্য তথা সারা দেশ জুড়ে। রাজ্য সরকার প্রশাসনের সঙ্গে বৈঠক করার পর জুনিয়র ডাক্তাররা তাদের আমরণ অনশন প্রত্যাহার করেছেন। তবে আন্দোলন জারি থাকবে এমনটাই জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।
সোমবার ধর্মতলার অবস্থার মঞ্চে নির্যাতিতারা বাবা-মা উপস্থিত ছিলেন। তাঁদের অনুরোধেই জুনিয়র ডাক্তাররা তাদের আমরণ অনশন প্রত্যাহার করেছেন এমনটাই জানিয়েছেন তারা। এবার মঙ্গলবার সকালে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে ইমেইল করলেন নির্যাতিতার বাবা-মা। তাদের মেয়ের ন্যায় বিচারের জন্য যে আন্দোলন বিক্ষোভ চলছে, সেই ন্যায় বিচার নিয়ে অমিত শাহ কি ভাবছেন সেই বিষয় নিয়েই স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করতে চান নির্যাতিতার বাবা-মা। এরকমই আবেদন নিয়ে অমিত শাহের জন্মদিনের দিন অর্থাৎ মঙ্গলবার সকালে ইমেইল করলেন অভয়ার বাবা মা। তবে অমিত শাহের পক্ষ থেকে আপাতত বিষয়টি নিয়ে কোন বার্তা এসে পৌঁছায়নি। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে আসার কথা ছিল কিন্তু সেই সফল আপাতত বাতিল করা হয়েছে। তবে কারণ জানা যায়নি। তবে পশ্চিমবঙ্গে অমিত শাহ এলে নির্যাতিতার বাবা মার সঙ্গে কি আদেও তিনি দেখা করবেন প্রশ্ন উঠছে!