
অরুপ পোদ্দার, ওঙ্কার বাংলাঃ ন্যায় বিচারের দাবিতে ১৪৭ ঘণ্টা অনশনের অনিকেত মাহাতোর পর এবার গুরুতর অসুস্থ হলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অনশনরত জুনিয়র ডাক্তার অলোক কুমার বর্মা। শারীরিক অবস্থার অবনতির জন্যে ভর্তি করা হয়েছে সিসিইউতে।
আরজি কর কান্ডের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে দীর্ঘদিন চলছে আন্দোলন। ১০ দফা দাবী নিয়ে পথে নেমে আমরণ অনশনে বসেছে জুনিয়র ডাক্তাররা। দুর্গাপুজোর আবহে চলছে তাদের অনশন। ধর্মতলার অবস্থানমঞ্চে জুনিয়র ডাক্তারদের সমর্থন করে পাশে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তার থেকে শুরু করে নাগরিক সমাজ। ১৪৭ ঘণ্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এখনোও অবধি সরকারের পক্ষ থেকে কোনো সদর্থক বার্তা আসেনি। গত বৃহস্পতিবার অনশনরত জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো আগেই অসুস্থ হয়েছিলেন। বর্তমানে তিনি আরজি করে চিকিৎসাধীন। এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক অলোক বর্মার শারীরিক অবস্থার অবনতি হয়। তরীঘড়ি তাকে সিসিইউ তে ভর্তি করানো হয়েছে।