
প্রদীপ মাহাতো, ওঙ্কার বাংলাঃ উই ওয়াণ্ট জাস্টিস স্লোগান দিয়ে মা দুর্গার ঘট বিসর্জন। এরকমই চিত্র দেখা গেলো পুরুলিয়া জেলার সাহেব বাঁধে। তাঁদের কথায় সমাজের অসুরদের বিসর্জনের দাবী এবং আরজি কর কাণ্ডের ন্যায় বিচারের জন্যে এই স্লোগান।
আর জি কর কাণ্ড নিয়ে রাজ্য থেকে রাজনীতি তোলপাড়। সঙ্গে চলছে দুর্গাপূজো। আজ বিজয়া দশমীর দিন পুরুলিয়া জেলার সাহেব বাঁধে উই ওয়াণ্ট জাস্টিস স্লোগান দিয়ে ঘট বিসর্জনের চিত্র ধরা পড়লো। আর জি কর ঘটনার ন্যায় বিচার চেয়ে তাঁদের এই স্লোগান। বিজয়া দশমীর দিন সকালে ঘট বিসর্জনের পাশাপাশি নবপত্রিকা বিসর্জনের মধ্য দিয়ে মা দুর্গার মহিষাসুর বিসর্জন এর সাথে সাথে সমাজের সঙ্গে মিশে থাকা অসুরদের বিসর্জন চাইলেন তাঁরা। পুরুলিয়ার মহিলারা সাহেব বাঁধে ঘট বিসর্জন পরে একেবারে আরজি কর মেডিকেল কলেজের ধর্ষণ ও খুনের ঘটনার দোষী ব্যক্তিদের দ্রুত শাস্তির দাবিতে সোচ্চার হোন। পাশাপাশী উই ওয়াণ্ট জাস্টিস এই শ্লোগান দিতে দিতে তারা বাড়ি ফেরেন।