
নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা রবিবারই জানিয়ে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মতো সোমবার বিচারপতি পদে ছিল তাঁর শেষ দায়িত্ব। এদিন তাঁর এজলাসে এক আইনজীবী বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে বলেনে আমাদের ছেড়ে যাবেন না। আপনি চলে গেলে অনেক ক্ষতি হবে। একইসঙ্গে আইনজীবী কমলেশ ভট্টাচার্য বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আর্জি জানিয়েছেন। নিজেকে অন্য কাজে নিয়োজিত করব বলে পাল্টা মন্তব্য বিচারপতির। আপনার কাজ তো এখনো শেষ হয়ে যায়নি বলেও বলেন এই আইনজীবী। ২৯ বছর ধরে কলকাতা হাইকোর্টের আইনজীবী। সকলের সঙ্গে যোগাযোগ থাকবে বলেই জানিয়েছেন বিচারপতি। এদিন এক মামলাকারী মহিলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সামনে বলেন আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাই। কারণ একটি মামলায় অনেক সুরাহা পেয়েছি, আপনার জন্য আমার বাচ্চা চিকিৎসা পেয়েছে। আপনার বাচ্চা ভালো আছে তো ? আমি পায়ে হাত দিয়ে কারো প্রণাম নিই না বলে জানিয়েছেন বিচারপতি। এদিন কান্নায় ভেঙে পড়লেন অনেকই। কলকাতা হাইকোর্টরে ১৭ নম্বর এজলাস ছিল আমাদের কাছে মন্দির, আপনি চলে গেলে আমাদের কি হবে ? বলেও প্রশ্ন করেন অনেকে। এর মধ্যেই চেয়ার ছেড়ে উঠে হাত জোড় করে নমস্কার করে আইনজীবী ও সাধারণ মানুষের দিকে হাত নেড়ে শেষ বারের মত এজলাশ ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।