
স্পোর্টস ডেস্ক :প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার এবং প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্রাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) প্রধান কোচ হিসেবে নিযুক্ত হতে পারেন। এলএসজি তাদের প্ৰথম দুটি আইপিএল মরসুমে জিম্বাবুয়ের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ডি ফ্লাওয়ারের তত্ত্বাবধানে খেলেছিল। এলএসজির সাথে ফ্লাওয়ারের দুই বছরের চুক্তি ছিল। আইপিএল ২০২৩ শেষ হওয়ার সাথে সাথে তাদের মধ্যে চুক্তিটিও শেষ হয়ে গিয়েছিল।
জাস্টিন ল্যাঙ্গার বর্তমানে ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজ ২০২৩-এ ধারাভাষ্য দিচ্ছেন। ক্রিকবাজের একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এলএসজির ম্যানেজমেন্ট জাস্টিন ল্যাঙ্গারের সাথে যোগাযোগ করেছেন। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত এলএসজি এবং ল্যাঙ্গারের তরফ থেকে কিছু জানা যায়নি। লখনউ সুপার জায়ান্টস জাস্টিন ল্যাঙ্গারকেই অ্যান্ডি ফ্লাওয়ারের স্থলাভিষিক্ত করতে চাইছে।জাস্টিন ল্যাঙ্গারের তত্ত্বাবধানেই ২০২১ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। এছাড়াও তিনি প্রধান কোচ থাকাকালীন অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে পরাজিত করেছিল অস্ট্রেলিয়া। ল্যাঙ্গার বিগ ব্যাশ লিগে (বিবিএল) পার্থ স্কর্চার্সকে তিনটি শিরোপা জিততে সাহায্য করেছিলেন। শেষমেশ তিনি লখনউ সুপার জায়ান্টসের প্রধান কোচ হন কিনা সেটাই এখন দেখার বিষয়।