
প্রতীতি ঘোষ, ওঙ্কার বাংলা: জেল থেকে ছাড়া পাওয়ার পর এই প্রথম হাবড়ায় নিজের বিধানসভা এলাকায় গেলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। দীর্ঘ ১৫ মাস পরে নিজের বিধানসভা কেন্দ্রে পা রাখলেন তিনি। প্রথমে বদর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে পরে হাবরা ২ নম্বর রেলগেট থেকে পায়ে হেঁটে যশহোর রোড ধরে পৌঁছান হাবড়া পুরসভায়। আপাতত উন্নয়নকে পাখির চোখ করছেন বলে জানান তিনি।
আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁদের জন্য তৃণমূল কংগ্রেসের একাধিক আয়োজনের কথা জানান জ্যোতিপ্রিয় মল্লিক। দীর্ঘদিন পর জ্যোতিপ্রিয় মল্লিককে কাছে পেয়ে উচ্ছ্বাসে মাতেন জোড়াফুল শিবিরের কর্মী সমর্থকরা। তাঁকে ঘিরে তৃণমূল কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
উল্লেখ্য, ২০২৩ সালে ২৭ নভেম্বর সল্টলেকের বাড়ি থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে। দীর্ঘ ১৪ মাস আইনি লড়াইয়ের পর জেলে থেকে ছাড়া পান তিনি। ৫০ লক্ষ টাকার বন্ডে প্রাক্তন মন্ত্রীকে জামিন দেয় ইডির বিশেষ আদালত, ব্যাঙ্কশাল কোর্ট। জামিনের ক্ষেত্রে দেওয়া হয় বেশ কিছু শর্তও। পাসপোর্ট জমা রাখার পাশাপাশি তাঁকে নিজের ফোন সবসময় অন রাখতে হবে। শুধু তাই নয় মামলা সংক্রান্ত কোন বিষয় সংবাদ মাধ্যমকে জানানো যাবে না বলেও শর্ত দেওয়া হয়।
ভিডিও দেখুন-