
সুনন্দা দত্ত,হুগলী:মঙ্গলবার চাপদানি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার করলেন হুগলির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি হুটখোলা গাড়িতে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেন।এবং প্রচারের ফাঁকে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন কল্যাণ বলেন মোদি ক্ষমতায় আসার আগে বলেছিলেন কোটি কোটি লোকের চাকরি দেব। কিন্তু আজ পর্যন্ত একটাও চাকরি দিতে পারেন নি। মোদি হল সব থেকে বড় একটা মিথ্যাবাদী । এদিনের প্রচারে কল্যাণের সঙ্গে উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, পৌরপ্রধান সুরেশ মিশ্রা, ভাইস চেয়ারম্যান বিনয় কুমার সাউ ও অনন্য নেতৃত্ববৃন্দ।