
সুনন্দা দত্ত,হুগলী:বিবাহ পর্ব সেরে ফের রাজনীতির কাজে যোগ দিয়েছেন অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক। কাজে যোগ দিয়েই শুক্রবার রং তুলি হাতে নিয়ে শ্রীরাম পুরের তৃনমূল প্রার্থী কল্যাণ বন্দোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখতে দেখা গেলো তাকে।ফের কল্যাণই জয়লাভ করবে শ্রীরামপুর থেকে বলেও জানালেন সংবাদ মাধ্যমকে।”এই লোকসভা নির্বাচনেও শ্রীরামপুর কেন্দ্র থেকে জয়লাভ করবেন কল্যাণ ব্যানার্জি “এমনই দাবি করলেন বিধায়ক কাঞ্চন মল্লিক। বিবাহের জন্য সাময়িক বিরতি নেওয়ার পর শুক্রবার থেকে ফের তিনি যোগ দেন দলীয় কাজে। এবং কর্মী ও সমর্থকদের নিয়ে কল্যাণ ব্যানার্জির সমর্থনে নিজের হাতেই দেওয়াল লেখেন ।সংবাদমাধ্যমকে বলেন কল্যাণ ব্যানার্জি শুধু সংসদ নন তিনি তৃণমূলের একজন অভিভাবক। তাই তার জন্য প্রচার করতে পেরে তৃণমূল সরকারের একজন কর্মী হিসাবে খুবই উৎসাহী তিনি।
হুগলির লোকসভা কেন্দ্রর প্রার্থী রচনা ব্যানার্জি সম্পর্কে বলেন ,দিদি নাম্বার ওয়ান এর সেটে রচনা এবং কাঞ্চন তারা দুজনেই একসঙ্গে অনেক দিন কাটিয়েছেন। কাঞ্চন আশাবাদী রচনা ব্যানার্জিকে হুগলি লোকসভা কেন্দ্রের মানুষ নির্বাচিত করবে।
অপরদিকে লকেট প্রসঙ্গে বলেন পাঁচ বছর হুগলি লোকসভা কেন্দ্রের মানুষ লকেট কে দেখতে পাননি। তাই মানুষ এবার লকেট কে প্রত্যাখ্যান করবে।
এদিন কাঞ্চন মল্লিকের প্রচার ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ছিলো চোখে পড়ার মতো।