
শেখ এরশাদ, শিয়ালদাঃ রাত ৩.১৭ মিনিটে ১২৯৩ জন যাত্রীকে নিয়ে শিয়ালদা স্টেশনে পৌছায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। রেলের তরফ থেকে সকল যাত্রীদের জন্য খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শিয়ালদহ স্টেশনে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক করা হয়। সেই হেল্প ডেস্কের দায়িত্বে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও রাজ্যের মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী।
দুর্ঘটনার পর অক্ষত অংশ নিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা এসে পৌছায় রাত ৩.১৭ মিনিটে। তখন যাত্রীদের মুখে চোখে আতিঙ্কের ছাপ। থমথমে পরিবেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী রাতে শিয়ালদহ স্টেশনে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক করা হয়। সেই হেল্প ডেস্কের দায়িত্বে ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। ফিরহাদ হাকিম রেলের ব্যবস্থা নিয়ে সমলোচনা করেন।
পূর্ব রেলের জন সংযোগ আধিকারীক কৌশিক চন্দ বলেন ১২৯৩ জন যাত্রীকে নিয়ে শিয়ালদায় ট্রেন এসেছে। সকলের জন্য খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রসঙ্গত সোমবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়তেই রাঙ্গাপানি স্টেশনে যাত্রীবাহী ট্রেনটিকে পিছন থেকে ধাক্কা মারে মালগাড়ি। এক্সপ্রেসের একটি বগি উঠে যায় ইঞ্জিনের ওপর। আরও দুটো বগি দুমড়ে মুচড়ে যায়।