
তামসী রায় প্রধান,ওঙ্কারঃ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় রিপোর্ট জমা দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি। রিপোর্টে একাধিক গাফিলতির কথা উল্লেখ করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য চালক, স্টেশন মাস্টারদের যথাযথ প্রশিক্ষণের অভাব। ট্রেন অপারেশনেও একাধিক ত্রুটি ছিল।
শুধু চালকের দোষে নয়, ট্রেন পরিচালন ব্যবস্থার গাফিলতির কারণে ঘটেছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা। তদন্তে এমনই রিপোর্ট দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি। তদন্ত রিপোর্টে বলা হয়েছে, শুধু চালকের দোষে নয়, দুর্ঘটনা ঘটেছিল ট্রেন পরিচালন ব্যবস্থার গাফিলতির জন্য।’
সঠিক মেমু না দেওয়া, সিগন্যালিং ব্যবস্থায় ধারাবাহিক ত্রুটি, এমনকি চালক, সহকারি চালক এবং স্টেশন মাস্টারদের সঠিক প্রশিক্ষণ না থাকার জন্যই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটে যায় বলে রিপোর্টে বলা হয়েছে। পাশাপাশি, ওই তদন্ত রিপোর্টে রেল বোর্ডের কড়া সমালোচনা করেছে কমিশনার অফ রেলওয়ে সেফটি বলে সূত্রের দাবি।
প্রসঙ্গত, গত ১৭ জুন নিউ জলপাইগুড়ির কাছে রাঙাপানিতে একটি মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। দুর্ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়। দুর্ঘটনার পরই চালকের ঘাড়ে দোষ দিয়েছিল রেলবোর্ড। ঘটনার তদন্তে নামে চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। রাঙাপানির স্টেশন মাস্টারকে সাসপেন্ডও করা হয়।
তদন্তে রিপোর্টের পাশাপাশি যত দ্রুত সম্ভব, দুর্ঘটনা এড়াতে অটোমেটিক সিস্টেম চালু করার পক্ষে প্রস্তাব করা হয়েছে রেলওয়ে সেফটি কমিশনারের তরফে।