
উজ্জ্বল হোড়, শিলিগুড়ি : ছোট্ট মেয়ের হাতে চকলেট দিয়ে আর বাড়ি ফেরা হলো না বাবার। সোমবার সাতসকালে অভিশপ্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন নিয়ে যাত্রা শুরু করেছিলেন ট্রেনের গার্ড আশীষ দে. মালগাড়ি ট্রেনের ধাক্কায় নিজের কেবিনের মধ্যেই আটকে পরে মৃত্যু হয় তাঁর।
শিলিগুড়ি কর্পোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশীষ দে. সকালে শেষ বারের মতো ছোট্ট মেয়ের হাতে চকলেট দিয়ে কাজে বেরিয়েছিলেন. এক লহমায় বদলে গেল সবকিছু. মেয়ে, স্ত্রী এবং মাকে ছেড়ে চলে না ফেরার দেশে চলে গেলেন ৩৫ বছরে এই যুবক।
এই মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছে গোটা শিলিগুড়ি । কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বাড়ছে মৃতদেহের স্তুপ। আহত বহু যাত্রী।
সোমবার সকালে ঘটে যাওয়া এই রেল দুর্ঘটনায় ফিরেলো ১৯৯৯ সালের ২ রা আগস্ট এই রেল পথের গাইশালে ঘটে যাওয়া ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার স্মৃতি।