
নিজেস্ব প্রতিনিধি,কর্ণাটকঃ কর্মীদের দিনে ১৪ ঘণ্টা কাজ করতে হবে। সেই প্রস্তাব কর্ণাটক সরকারের কাছে আবেদন করেছে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। এবার তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি প্রস্তাবের তীব্র বিরোধিতা করে আন্দোলনের পথে বিভিন্ন সংস্থার কর্মীরা।
সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, কর্ণাটক সরকার দোকান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান আইন সংশোধন করার কথা ভাবছে। আর সেই সংশোধনীতেই কাজের সময় বাড়িয়ে ১৪ ঘণ্টা করার প্রস্তাব দিয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। এর মধ্যে মূল কাজের সময় হল ১২ ঘণ্টা। ২ ঘণ্টা হল ওভারটাইম।
তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির প্রস্তাবে আরও বলা হয়েছে, আইটি, আইটিইএস বিপিও সেক্টরের কর্মীদের প্রয়োজনে ১২ ঘণ্টা বা তার বেশি সময় কাজের অনুমতি দিতে হবে। তবে পরপর তিন মাসে তা ১২৫ ঘণ্টা অতিক্রম করবে না। সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, সরকার ইতিমধ্যেই তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির প্রস্তাব নিয়ে প্রাথমিক বৈঠক করেছে। তবে কনও সিদ্ধান্ত নেয়নি কর্ণাটক সরকার। প্রস্তাবটি নিয়ে মন্ত্রিসভায় আলোচনার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই কাজের সময় বাড়ানোর প্রস্তাবের বিরুদ্ধে সরব হয়েছে কর্ণাটক স্টেট আইটি, আইটিইস এমপ্লয়িজ ইউনিয়ন ওরফে কিটু। সংগঠনের তরফে ইতিমধ্যে বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, এই নিয়ম কার্যকর হলে এক-তৃতীয়াংশ কর্মী চাকরি ছেড়ে দেবে। অতিরিক্ত সময় কাজ করতে হলে সংস্থার কর্মীদের স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলবে।
উল্লেখ, সম্প্রতি এক সমীক্ষায় করা হয়েছে, কর্ণাটক আইটি সেক্টরের ৪৫ শতাংশ কর্মী অবসাদে ভুগছেন। অন্যদিকে ৫৫ শতাংশ কর্মী নানা শারীরিক সমস্যার সম্মুখীন। ফলে কাজের সময় বাড়ালে পরিস্থিতি আরও খারাপ হবে।