
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: আর.জি করে হামলার ঘটনায় হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশ। শুক্রবার এই হামলায় ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী বিজেপি নেতা কৌস্তভ বাগচী। পুলিশের উদ্যশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন,১০০ জন মানুষের জমায়েত হলে পুলিশ জানতে পারে। অথচ এখানে সাত হাজার মানুষ আসল আর আপনারা জানতে ই পারলেন না। এটা বিশ্বাস করা কঠিন। এটা প্রশাসনের ব্যর্থতা। পুলিশ নিজেদের রক্ষা করতে ব্যর্থ। অত্যন্ত দুর্ভাগ্যজনক। দুঃখজনক পরিস্থিতি। ওই এলাকা আগে থেকেই কেন ঘিরে ফেলা হলো না ? কেন ওই এলাকার নিরাপত্তা আগে থেকে সুনিশ্চিত করা হল না ? – প্রশ্ন তুলে রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রধান বিচারপতির। ওখানে কর্মসূচি করার অনুমতি কেন দিলেন প্রশ্ন প্রধান বিচারপতির। রাজ্যের আইনজীবী যদিও জানান কাউকে কোনো অনুমতি দেওয়া হয়নি। সাত হাজার মানুষ ওই ভাঙচুরের ঘটনায় যুক্ত ছিল না। ৪০-৫০ জনের একটা দল ভাঙচুর চালায়। আন্দোলনকারীদের পিছনে গিয়ে পুলিশ আশ্রয় নেয় সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের।