
ওঙ্কার ডেস্ক : সপ্তম দফার ভোটে দিকে দিকে অশান্তি. দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সায়রা শাহ হালিমের নির্বাচনী এজেন্ট কৌস্তভ চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে. কৌস্তভের অভিযোগ, ২৬৪ এবং ২৬৫ নম্বর বুথে সকাল থেকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছিল. খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তিনি. তিনি জানান, ‘বুথ থেকে বেরিয়ে আসতেই দেখি আমার গাড়ি ভাঙচুর করা হয়, গাড়ির চালককে মারধর করা হয়’. মারধর করা হয় তাঁকেও বলে অভিযোগ করেন কৌস্তভ.
এরপর তাঁর হুঙ্কার, ‘যতই আটকানো হোক, আমরা শেষ রক্তবিন্দু অবধি বুথে থাকবো’.